বেঙ্গল ওয়াচ নিউজ: পুজো আসতে মাত্র আর এক সপ্তাহ, এর উপরে আগামীকাল মহালয়া, আর জি কর আবহে এমনিই ব্যবসায় মন্দা চলছে অনেক দিন ধরে, এর উপরে আবার বৃষ্টি শুরু হয়েছে, সকাল থেকে সন্ধ্যা যেকোনো সময় বৃষ্টি নামছে।

 

সারা বছরের মধ্য এই সময়টাতেই কাপড়ের ব্যবসায়ীরা একটু আশায় থাকেন কিছু ব্যবসায় লাভ করবেন বলে, কিন্তু এবারে তাদের সব আশায় জল ঢেলে দিয়েছে বর্তমানে পরিস্থিতি। এর উপর গোদের উপর বিষ ফোড়ার মত আবহাওয়া দপ্তরের ভবিষ্যৎবাণী পুজোর সময় বৃষ্টি থাকবে। আর সেইখান থেকেই বিমর্ষ ব্যবসায়ীরা, অনেকেই বলছেন আগের থেকে এত পূর্বাভাস করে আমাদের বিমর্ষ করার কি দরকার। মানুষ তো বৃষ্টির মধ্যে বেরিয়ে বাজার করে, আর এটা তো পূজোর বাজার। অক্টোবরের এক তারিখ আজ আজকেই পুজোর বোনাস মায়না এবং পেনশন ঢুকেছে। ব্যবসায়ীদের আসা এইখান থেকেই শুরু, প্রতিবছর এই সময় থেকেই মার্কেটে ভিড় উপচে পড়ে, ব্যবসায়ীরা মনে মনে প্রার্থনা জানাচ্ছেন ভগবানের কাছে এই বছরের সেই ভাবেই ব্যবসা উঠুক। কারণ সময় যে আর নেই, এখনই বাজার করতে হবে, এখনই বাজার ধরতে হবে। না হলে তো এই বছরের মত আশা শেষ। ছোটখাটো ব্যবসায়ীদের অবস্থা আরো খারাপ, একবেলা দোকান করতে পারেন, তো এক বেলা করতে পারেন না, বৃষ্টি এসে সব ধূলিসাৎ করে দেয়। তারা জানিয়েছেন অনেক আশা স্বপ্ন নিয়ে সারা বছর ধরে এই সময়টার দিকে তাকিয়ে
থাকি আমরা। বাজার হলে তো আমরাও কিনব আমাদের পরিবারের জন্য। আমাদের বাচ্চাদের কি দোষ? ওরাও তো আমাদের দিকে তাকিয়ে থাকে। একটু সহায় হলে কিছু লাভ করব আমরা, জানিয়েছেন ছোট ব্যবসায়ীরা। তবে সবই এখন শেষ পর্যন্ত নির্ভর করবে আকাশের উপর, উপরওয়ালা সবকিছু রক্ষা করবেন তাদের দেখবেন, আপাতত এই আশায় ব্যবসা করছেন ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *