বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তাদের কুড়ি পারসেন্ট হারে বোনাস দিতে হবে। আগামীকাল থেকে দার্জিলিং এর প্রতিটি চা বাগানের গেটের সামনে আন্দোলন শুরু করবেন, চা শ্রমিকেরা।
তারা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যতদিন না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে, ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলতে শুরু করবে। কারণ সবাই যদি পায় তারা পাবেন না কেন? শ্রমিকদের মধ্য অনেকেই জানিয়েছেন এইভাবে তাদের সাথে বঞ্চনা করা হচ্ছে দিনের পর দিন, আবার কোনভাবেই এটা মানবেন না। কোন সরকারই এসে তাদের কথা শোনেন না। প্রথমে প্রতিশ্রুতি দিয়েও পিছিয়ে যান তারা। এইবার তারা কোন কিছুতেই ভুলতে রাজি নয়, চাওয়া জানিয়েছেন বোনাস শুধুমাত্র পুজোর জন্যই নয় , সারা বছরই খরচ লাগে। আপনাদের টাকা তারা রেখে দেন ছেলে মেয়েদের পড়াশোনার জন্য। সারা বছর এত পরিশ্রম করে তারা চা উৎপাদন করেন, অথচ তাদের কথা শোনা হয় না, তাই এইবারে তারা আন্দোলনকে পুরো পাহাড়েই ছড়িয়ে দেবেন। চা শ্রমিকদের এই আন্দোলনকে ঘিরে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে পাহাড়ে। পাহাড়ে বিভিন্ন এলাকায় জুড়ে চা সমুদ্রের ব্যানার এবং পোস্টার এসে গেছে। চা শ্রমিকরা দাবি করছেন বোনাসের টাকা না বাড়ালে তারা অনশনে নামতে বাধ্য হবেন।