বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বুধবার কলকাতা-সহ বিভিন্ন জেলায় তাপমাত্রা হ্রাস হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা সরে যাচ্ছে, উত্তরে হাওয়াও কিছু ঢুকছে তাই এই পরিস্থিতি। সপ্তাহের শেষের দিকে আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। সেক্ষেত্রে সরস্বতী পুজোয় শীতের আমেজ বজায় থাকতে চলেছে বলেই মনে করছেন আবহবিদরা।
বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং-এর কোথাও কোথাও হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই ঘন কুয়াশা থাকার সম্ভাবনা। পাশাপাশি আগামী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। তবে তারপরের দিন তিনেকে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে এই সময়ের মধ্যে জেলাগুলিতে হাল্কা কুয়াশা থাকতে পারে। এছাড়া আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে। তবে তারপরের দিন তিনেকে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
বুধবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, এদিন সকালের দিকে কুয়াশা থাকবে এবং পরের দিকে আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৬৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোথাও বৃষ্টি হয়নি।