বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:স্বাভাবিক কারণেই এমন থিমের কথা শুনে আমরা কিছুটা তো বিচলিত হবোই। কারণ ‘পুজো এবার মাটি’ বলতে আমরা হয়তো ভাবছি পুজো এবার নষ্ট হলো। এবছর পুজোর থিম ভাবনা ও সৃজনে আছেন দুলাল বাসু ও উত্তম দে। দুলাল বাসু তাদের থিমের ব্যাখ্যা দেন।

 

দুলাল বাসু বলেন, এখানে ‘মাটি’ কথাটি আমরা আক্ষরিক অর্থেই ব্যবহার করেছি। মাটি বলতে বৃথা বা নষ্ট বোঝাই নি। তিনি ব্যাখ্যা করে বলেন, সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে আমরা প্রকৃত মাটি থেকে দূরে সরে যাচ্ছি। মাটির স্বাদ আমরা পাই না। এখন আর চায়ের দোকানে মাটির ভাড় দেওয়া হয় না, ব্যবহার করা হয় প্লাস্টিক কাপ। একইভাবে আমাদের কৃষিযোগ্য জমি কমে হচ্ছে। সেখানে বহুতল, মল গড়ে উঠছে। আর মাটি কমছে বলেই গাছ কমছে। আমরা মানুষের কাছে সেই বার্তাটাই দিতে চাই যে এবার মাটি সংরক্ষণের সময় এসেছে। পরবর্তী প্রজন্মের কাছে মাটির গুরুত্ব আমরা বোঝাতে চাইছি। পরবর্তী প্রজন্মকে বেঁচে থাকতে গেল মাটিকে ভালোবাসতে হবে। মাটি থেকে দূরে চলে গেল আমাদের অনেক ক্ষতি হবে।

তিনি বলেন, সকল মানুষের কাছে, তাদের অনুরোধ, তারা যেন জোড়াবাগান তপন স্মৃতি সংঘের পুজোতে আসেন। সকলের ভালো লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *