বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কলকাতার উপকন্ঠে এক অন্যতম দুর্গাপুজো আগরপাড়ার তারাপুকুর মিলন সংঘের পুজো। এ বছর ওদের পুজোর একাধিক আকর্ষণ।

 

ওদের মন্ডপ গড়ে উঠেছে থাইল্যান্ডের নীল মন্দিরের অনুসরনে। এক টুকরো থাইল্যান্ডকে তারা ধরে এনেছে পুজো প্রাঙ্গণে। ৮৫ তম বর্ষের এই পুজো এই অঞ্চলের অন্যতম প্রাচীন পুজো। থিম শিল্পী পার্থ মাইতি, সুকান্ত রায়। সহকারী শিল্পী কল্যাণ রূদ্র। এখানে থাকছে ভাসমান প্রতিমা আর ৬০ ফুট উচ্চতার এক অসাধারণ বুদ্ধ মূর্তি। থাকছে দুর্দান্ত ড্রাগন মূর্তি। শুধুই এখানেই শেষ নয়, থাইল্যান্ডের ইমেজ আনার জন্য অসাধারণভাবে নীল সমুদ্রের চিত্রকল্প তৈরী করা হয়েছে। থাইল্যান্ডের মতোই এসেছে ‘বুদ্ধং শরণং গচ্ছামি’ – বাণী। এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। এই পুজো নিয়ে এলাকার মানুষের উন্মাদনা তুঙ্গে। কয়েক মাস ধরে চলেছে প্রস্তুতি। অবশেষে এবার সবার সামনে উন্মোচিত হচ্ছে আগরপাড়া তারাপুকুর মিলন সংঘের পুজো।

মহালয়ার শুভ্র প্রভাতে ওই পুজোর কাজ শেষ। বৃহস্পতিবার সকলের জন্য মন্ডপের দরজা খুলে দেওয়া হবে। পুজো কমিটির পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের বিশ্বাস মানুষ ওই পুজো দেখে খুবই খুশি হবেন। এই পুজো ভিড় নিয়ন্ত্রনের জন্য পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *