বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মাঝে এক সপ্তাহ সময় দিয়ে কাজে যোগ দিয়েছিলো জুনিয়র চিকিৎসকেরা। কিন্তু সেই কাজে রাজ্যের আগ্রগতিতে অসন্তুষ্ট জুনিয়র চিকিৎসকেরা। আবার সোমবার শীর্ষ আদালতর রায়ের অপেক্ষায় তারা বসেছিলেন।

 

শীর্ষ আদালতের রায়দানের পরে মঙ্গলবার থেকে আবার কর্মবিরতি শুরু করলো জুনিয়র চিকিৎসকেরা। তারা তাদের ৫ দফা দাবির সঙ্গে আর ৫টি দাবি নতুন করে যুক্ত করেছে।

এই মুহূর্তে তাঁদের ১০ দফা দাবিগুলো হলো –

১) দ্রুততা ও স্বচ্ছতার সঙ্গে তদন্ত করা।
২) স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্যমন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্যসচিবকে অবিলম্বে তাঁর পদ থেকে অপসারণ করতে হবে।
৩) অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিক্যাল কলেজে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করতে হবে।
৪) প্রতিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকান্সি মনিটর চালু করতে হবে।
৫) দ্রুত সিসিটিভি, অন কল রুম, বাথরুমের সঙ্গে হেল্পলাইন নম্বর, প্যানিক বোতামের ব্যবস্থা করতে হবে।
৬) সুরক্ষা বাড়াতে হবে। সিভিক ভলেন্টিয়ার নয়, স্থায়ী পুলিশ ও মহিলা পুলিশ দিতে হবে।
৭) শূন্যপদগুলি অবিলম্বে পূরণ করতে হবে।
৮) থ্রেট সিন্ডিকেটে জড়িতদের কঠোর শাস্তি দিতে হবে।
৯) অবিলম্বে রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজে ছাত্রসংসদ নির্বাচন করতে হবে।
১০) WBMC ও WBHRB-এর অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম দূর করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *