বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সারা ভারত তাকিয়েছিল ৩০ তারিখের দিকে। বেলা ২টোর সময় সেই শুনানি শুরু হওয়ার কথা থাকলেও প্রায় সাড়ে ৪টের সময় শুরু হয় শুনানি।
সুপ্রিম কোর্টের একাধিক প্রশ্নের উত্তর দিতে পারেন নি কপিল সিব্বল। বহু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনি আরো সময় চেয়ে নিয়েছেন। শেষ পর্যন্ত শুনানি থেকে যা বেরিয়ে আসলো, তা হলো –
* ইউটিউবে নির্যাতিতার ছবি প্রকাশ করা নিয়ে ক্ষুব্ধ আদালত দ্রুত পদক্ষেপ নিতে বলেছে রাজ্যকে।
* নির্যাতিতার ছবি নিয়ে হিন্দি গানের রীল বানানো হচ্ছে – তা দ্রুত বন্ধ করার নির্দেশ দিয়েছে আদালত।
* নির্যাতিতার নাম সিপি বার বার বলার পরেই কলকাতা আদালত সিপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় উচ্চ আদালত ক্ষোভ প্রকাশ করেছে।
* দ্রুত CBI কে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
* আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন, এই ঘটনায় একজন নয়, বেশ কয়েক জন যুক্ত ছিলেন। তিনি আরও বলেন, ঘটনার দিন ওই খানে মেডিক্যাল কাউন্সিলের চার জন উপস্থিত ছিলেন।
* হাসপাতালে জাল ওষুধ চক্রের প্রসঙ্গ ওঠে।
* কিভাবে ঘুমন্ত অবস্থায় নির্যাতিতার চোখে আঘাত লাগে সে প্রশ্ন ওঠে। CBI কে দ্রুত তদন্ত করার নির্দেশ দেওয়া হয়।
* এখানেও আবার প্রভাবশালী তত্ত্বের প্রসঙ্গ ওঠে। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পদে বহাল রেখে কিভাবে তদন্ত এগোবে সেই প্রশ্নও ওঠে।
* সি সি টিভি বসানো নিয়ে রাজ্যের গড়িমসি নিয়ে ক্ষোভ প্রকাশ করেণ শীর্ষ আদালত। ২৮টি হসপিটালে সিসি টিভি বসানোর সময় বেঁধে দিয়েছে রাজ্যকে।
* ফরেনসিক বিশেষজ্ঞ দেবাশিস সোমকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা তা জানতে চায় আদালত।
* সাগরদত্ত কলেজের নিরাপত্তার প্রশ্ন নিয়ে উদ্বেগ প্রকাশ করে আদালত।
* জুনিয়র চিকিৎসকেরা জরুরী পরিষেবা ছাড়া অন্যত্র আবার কর্মবিরতি প্রসঙ্গে বলেন, জুনিয়র চিকিৎসকদের কর্ম বিরতি বন্ধ করে দ্রুত কাজে যোগ দিতে হবে ।