বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কাঁকুড়গাছি স্বাধীনতা দিবস উদযাপন সমিতির দুর্গাপুজো এ বছর ১১ তম বর্ষে পা দিয়েছে। এই পুজোর এই বছরের থিম ‘তরঙ্গ অপার’। এই বছরের থিম শিল্পী সম্বর্ধ জানা তাদের থিম সম্পর্কে বলেন, যুগে যুগে ঈশ্বর সাধনার বহু পথ মানুষ অনুসরণ করে।

 

তার মধ্যে একটি পথ হলো সহজিয়া বাউলের পথ। তাঁরা সংগীতের মধ্য দিয়ে নিজের অন্তরের মধ্যে ঈশ্বরকে খুঁজে বেড়ান। তিনি বলেন, ‘শব্দ তরঙ্গ’ আসলে সহজিয়া বাউলের একতারার শব্দ তরঙ্গ, যে শব্দের মাধ্যমে তারা ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করেন।শিল্পী সম্বর্ধ জানা বলেন, আমরা সেই ভাবনাকেই এবার ফুটিয়ে তুলতে চাইছি আমাদের পুজোর থিমে।

সাধারণ সম্পাদক অমল হাজরা বলেন, বাউল সাধকেরা একতারা সহযোগে যখন গান গাইতে গাইতে এগিয়ে যায়, তখন তারা আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে খুঁজে বেড়ান। আমরাও সেই ভাবনার প্রকাশ ঘটাতে চাইছি এবারের থিমে। তাই আমাদের সজ্জায় থাকবে একতারা, তবলা সহ বিভিন্ন বাধ্যযন্ত্র। তিনি সকলকে তাদের পুজো মন্ডপে আসার জন্য অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *