বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এখন একেবারে নতুন এক বাংলাদেশ – যেখানে ব্রাত্য শেখ হাসিনা ও তাঁর বাহিনী। কিন্তু কি করে এটা সম্ভব হলো? সেই বার্তাই বিশ্বমঞ্চে তুলে ধরলেন মহম্মদ ইউনুস। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে নিউইয়র্কে গিয়েছেন মহম্মদ
ইউনূস। সেখানেই ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে দাঁড়িয়েই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস পরিচয় করে দিলেন সে দেশের ছাত্রনেতাদের সঙ্গে, যারা আন্দোলনের মূল মাথা ছিলেন। তিনি স্পষ্ট করে বলেন, এই আন্দোলন ছল ছাত্র সমাজের গণআন্দোলন। ওই মঞ্চে উপস্থিত ছিলেন বিল ক্লিন্টন।
সেই মঞ্চেই তিনি পরিচয় করিয়ে দেন তাঁর বিশেষ সহকারী মাহফুজ আলমের সঙ্গে। তাঁকেই বাংলাদেশের গণ আন্দোলনের পিছনের মূল মস্তিষ্ক হিসাবে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, ”ওদের বক্তব্য গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। ওদের একাগ্রতা, প্রতিশ্রুতিবদ্ধতা সকলকে নাড়িয়ে দিয়েছিল। আন্দোলনকারী পড়ুয়ারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই চালিয়েছিল। কোনওভাবে আন্দোলন থেকে পিছু হটেনি ওরা।” তিনি আরও বলেন, “এই আন্দোলন একদিনের ক্ষোভের বিস্ফোরণ নয়। বরং পরিকল্পিত ও সুশৃঙ্খল আন্দোলন ছিল এটা।”