বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:একেবারে মহম্মদ ইউনুসের নাকের ডগায় বাংলাদেশে শুরু হলো এক ভয়ঙ্কর ভারত বিরোধী আন্দোলন। হাসিনা পর্ব শেষ হতেই বাংলাদেশে মাথা চাড়া দিচ্ছে সেই দেশের বিভিন্ন মৌলবাদী সংগঠন।
এদিন ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-জনতা’ নামে একটি চরমপন্থী সংগঠন ঢাকার সেক্টর ১৩-এ মালিবাগ মোড়ে একটি সমাবেশ ডেকেছিল। সেখানে যোগ দেন চরমপন্থী সংগঠনটির কয়েকশো কর্মী-সমর্থক। দুর্গাপুজোকে সামনে রেখে, মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা ১৬ দফা দাবি জানিয়েছে। তারই অন্যতম হল, বাংলাদেশি হিন্দুদেরও ভারত বিরোধিতা করতে হবে। কারণ, ভারতকে, বাংলাদেশের ‘জাতীয় শত্রু’ বলে মনে করে এই কট্টরপন্থী সংগঠনটি। শুধু তাই নয়, এই জন্য মন্দিরগুলোতে ভারত-বিরোধী ব্যানার ও দুর্গাপুজোর আলোচনায় ভারতবিরোধী স্লোগানও দিতে হবে বলে দাবি করেছে তারা। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে, ইউনুসের ধর্ম নিরপেতার কথা কোথায় গেলো?
এই মুহূর্তে বাংলাদেশের সরকারের অনেকটা নিয়ন্ত্রণ চলে গেছে পাকিস্তানপন্থী উগ্র সংগঠন জামাতের হাতে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, দুর্গাপুজোর সময় ভারতে ৩ হাজার টন ইলিশ রফতানি করার ঘোষণা করেছে। তারা স্পষ্ট জানিয়েছে, এটা কোনও উপহার নয়। ওই মাছ রফতানি করা হচ্ছে মাত্র। ইউনুস সরকারের এই সিদ্ধান্তেরও বিরোধিতা করেছে এই কট্টরপন্থী সংগঠন। তাদের দাবি, বাংলাদেশের রফতানি নীতি অনুসারে, ইলিশ মাছ রফতানিযোগ্য নয়। কাজেই এই সিদ্ধান্তে ইউনুস সরকার সেই নীতি লঙ্ঘন করেছে। এভাবেই তারা বিরোধিতা শুরু করেছে ইউনুস সরকারের।