বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:তিলোত্তমা কাণ্ডে তিলোত্তমার পক্ষে এতদিন আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কিন্তু এবার সেই আইনজীবী পরিবর্তন করা হলে।

 

বিকাশ বাবুর জায়গায় এলেন আইনজীবী বৃন্দা গ্রোভার। তিলোত্তমার মা-বাবার হয়ে মামলা লড়বেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৃন্দা গ্রোভার। জানা গিয়েছে, তিনি এই মামলা লড়ার জন্য তিলোত্তমার মা-বাবার কাজ থেকে এক টাকাও পারিশ্রমিক নেবেন না। তিলোত্তমার পরিবার সূত্রে খবর, তাঁরা চাইছেন ওজনদার কোনও আইনজীবী তাঁদের মেয়ের সুবিচারের জন্য লড়ুক। চিকিৎসকদের পক্ষে যেমন ইন্দিরা জয়সিং জোরাল প্রশ্ন করছেন, তা দেখেই তিলোত্তমার পরিবারের তরফে এই সিদ্ধান্ত। তাছাড়াও বিকাশ বাবুর পক্ষে বার বার দিল্লি যাওয়া কিছুটা অসুবিধা হচ্ছিল।

গীতা লুথরার বদলে ভোপাল গ্যাস দুর্ঘটনা, তিন তালাক মামলার আইনজীবী ইন্দিরা জয়সিং-কে নিয়োগ করা হয়। গত ১৭ সেপ্টেম্বর তিনি আরজি কর মামলার শুনানিতে প্রথমবার অংশ নেন। তাঁর একের পর এক জোরাল প্রশ্নে কার্যত অস্বস্তিতে পড়ে রাজ্য সরকার পক্ষ। স্বনামধন্য আইনজীবী বৃন্দা গ্রোভার। একাধিক মানবাধিকার ও মহিলা-শিশুদের বিরুদ্ধে হওয়া নির্যাতনের মামলায় লড়েছেন তিনি। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের সদস্যও তিনি। ১৯৮৭ সালের হাসিমপুরা পুলিশ হত্যা মামলা থেকে শুরু করে ২০০৪ সালের ইসরাত জাহান মামলা, ২০০৮ সালে কান্দামালে খ্রিস্টান বিরোধী দাঙ্গা মামলাতে লড়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *