বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এই মুহূর্তে আমেরিকার রাষ্ট্রপুঞ্জে সভায় ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী দুজন আছেন। এর আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ ইউনিস নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছিলেম।
কিন্তু ঠাসা কর্মসূচি থাকায় সেই সময় দিতে পারেন নি মোদী। শেষ পর্যন্ত সেই বৈঠক না হলেও, ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৈঠক করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৈঠকে দুজনেই বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে একমত হন। রাষ্ট্রপুঞ্জের ৭৯তম সাধারন অধিবেশনে যোগ দিয়েছেন মোদী ও ইউনুস। দুই রাষ্ট্রনেতার প্রতিনিধি দলের সদস্য হিসেবে বর্তমানে নিউইয়র্কে আছেন জয়শঙ্কর এবং তৌহিদ হোসেন। আলোচনা ভালো হয়েছে বলে খবর।
তবে কোন কোন বিষয় আলোচনায় প্রাধান্য পেয়েছে তা জানা যায় নি। বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টে এস জয়শঙ্কর বলেছেন, “আজ সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হল। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে।” অন্যদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়ায় এই বৈঠকের একটি ছবি পোস্ট করা হয়। সঙ্গে তারা লিখেছে,” রাষ্ট্রপুঞ্জের ৭৯তম সাধারণ সভার পাশে, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন এবং বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেছেন।”