বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সেই বিখ্যাত হিন্দি ছবির সংলাপ – ‘তারিখ পে তারিখ ‘ – আবার সামনে চলে আসলো। সৌজন্যে রাজ্য সরকার।
আগামী ২৭ সেপ্টেম্বর আরজি কর মামলার শুনানির দিন ধার্য করেছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সেই শুনানির দিন এবার পিছিয়ে গেল। রাজ্যের তরফে দিন পরিবর্তনের আর্জি জানানো হয়েছিল। সেই আর্জি মেনে নিয়েছেন প্রধান বিচারপতি। ২৭ তারিখের বদলে ৩০ সেপ্টেম্বর হবে আরজি কর মামলার শুনানি। ইতিমধ্যেই তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার ও সিবিআই। সেই সব রিপোর্ট খতিয়ে দেখেছেন প্রধান বিচারপতি। আরজি করের চিকিৎসকের মৃত্যুর পাশাপাশি, আরজি করে আর্থিক দুর্নীতি, জুনিয়র ডাক্তারদের আন্দোলন সহ একাধিক বিষয়ের উত্থাপন হয়েছে। এবার সেই শুনানির সময় আবার পিছিয়ে গেলো।
রাজ্যের তরফ থেকে তারিখ পিছানোর আবেদনকে অনুমোদন করলো সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, রাজ্যের তরফ থেকে আগেই সময় পরিবর্তন করার আর্জি জানানো হয়েছিল। সোমবার সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। এদিন প্রধান বিচারপতি আর্জি মেনে নিয়ে জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর হবে শুনানি।