বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আর মাত্র হাতে গোনা দিন। তারপরেই বিয়ের তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন অনুপম রায়। সঙ্গীত শিল্পী প্রশ্মিতার সঙ্গে ঘরোয়া অনুষ্ঠানেই বিয়ে সারবেন তিনি। কাগজে সই করে আইনি বিয়ে সারবেন তাঁরা। থাকবেন কেবল দুই বাড়ির ঘনিষ্ঠরা।

 

বিয়ের কথা প্রকাশ্যে আসতেই রীতিমতো হইহই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কবে থেকে প্রশ্মিতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অনুপম। পিয়া কি বুঝতে পেরেই সরে দাঁড়িয়েছিলেন এরকম নানা জল্পনা তো চলছেই নেটপাড়ায়। যদিও পিয়া বলেছিলেন সবটাই নাকি তিনি আগে থেকে জানতেন।

অর্থাৎ প্রশ্মিতার সঙ্গে অনুপমের প্রেম থেকে বিয়ের দিন ঠিক হওয়া সবটাই তাঁর আগে থেকে জানা ছিল। দুই শিল্পীকে তিনি তার জন্য ধন্যবাদও জানিয়েছেন। ২০১১ সালে পিয়ার সঙ্গে বিচ্ছেদ হয় অনুপমের। সেই বছরেই নাকি প্রশ্মিতার সঙ্গে পরিচয়। তারপরে ধীরে ধীরে পরিচয় সম্পর্কের রূপ নিতে চলেছে। আগামী ২ মার্চ চার হাত এক হবে। প্রশ্মিতারও এটি দ্বিতীয় বিয়ে। প্রথম স্বামী শৌনক। তিনি পেশায় চিকিৎসক ছিলেন। তাঁর সঙ্গে বিয়ে টেকেনি বেশিদিন।

এদিকে পিয়া ২০২৩ সালে শেষ পরমব্রতকে বিয়ে করেন। পরমের সঙ্গে পিয়ার বিয়ে নিয়ে নেটপাড়ায় তুমুল সমালোচনা হয়েছিল। সেই সময় পরব্রতকে বউ চোর বলেও আখ্যা দেওয়া হয়েছিল। যদিও সোশ্যাল মিডিয়ায় এই ট্রোলিং নিয়ে পরম বা পিয়া কেউই মুখ খোলেননি। তবে সোস্যাল মিডিয়ায় এই ট্রোলিং নিয়ে অনেক তারকাই তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন।

বিয়ের পরেই পরম-পিয়া উড়ে গিয়েছিলেন ডাবলিনে হানিমুন করতে। এবার অনুপম-প্রশ্মিতা কোথায় যাবেন বিয়ের পর বেড়াতে তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রসঙ্গত উল্লেখ্য বিয়ের কথা ঘোষণার পর তাঁদের দুজনকেই প্রথমবার প্রকাশ্যে দেখা গিয়েছিল জি সোনার বাংলা পুরস্কার অনুষ্ঠানে। সেখানে বিয়ে নিয়ে প্রশ্মিতা অনেক কথাই বলেছেন। খোলসা করে কোনও কথাই বলেলনি প্রশ্মিতা। তবে একান্তে সময় কাটাতে তাঁরা যে কোথাও না কোথাও যাবেন সেটা জানিয়েছেন।

বিয়েতে তেমন জমকালো কিছু না পরলেও বাঙালির ট্র্যাডিশনাল লুকেই দেখা যাবে তাঁদের। এমনই ইঙ্গিত দিয়েছেন প্রশ্মিতা। সেই সঙ্গে বিয়ের মেনু যে বাঙালি খাবারেই থাকবে সেটারও ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে মেনুতে কী কী থাকছে সেকথা বলেননি। কারণ তাঁরা ২ জনেই বাঙালি খাবার খেতে ভাল বাসেন। ঘনিষ্ঠদের নিয়েই বিয়ের অনুষ্ঠান সারছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *