বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আর প্রদেশ কংগ্রেসের সভাপতি রইলান না প্রদেশ কংগ্রেসের অবিসংবাদীত নেতা অধীর চৌধুরী। এবার থেকে শুরু শুভঙ্কর যুগ। কেসি বেণুগোপাল প্রেস বিবৃতিতে জানিয়েছেন, শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতি করার কথা।

 

শুভঙ্করকে সে জন্য সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। অধীরের দলের প্রতি অবদানের প্রশংসা করা হয়েছে বিবৃতিতে। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের নির্দেশেই এই বদল বলে জানা যাচ্ছে। কংগ্রেস সূত্রে খবর, শুভঙ্কর রাহুল গান্ধীরও খুব ঘনিষ্ঠ। অধীর রঞ্জন চৌধুরী এবারের লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে পরাস্ত হয়েছিলেন। সেখানে জেতেন ইউসুফ পাঠান। নির্বাচনে পরাজয়ের পরে তিনি নিজেই সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন।

ইন্ডিয়া জোটে কংগ্রেসের সঙ্গে রয়েছে তৃণমূল। কিন্তু অধীর তৃণমূলের বিরুদ্ধে আগ্রাসী থাকায় খাড়গের সঙ্গে তাঁর বাকযুদ্ধও চলেছিল। লোকসভা ভোটে হারার পর অধীর প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়তেও চেয়েছিলেন। বাংলায় বামেদের সঙ্গে কংগ্রেসের জোট গড়ার ক্ষেত্রেও বড় ভূমিকা ছিল অধীরের। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের চরম বিরোধিতাও চালিয়ে যাচ্ছিলেন অধীর। দিল্লির হাইকমান্ডের সঙ্গে মমতা বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা চললেও অধীরের বিরোধিতায় তৃণমূলও অসন্তোষ প্রকাশ করেছে বারবার। তখন থেকেই মল্লিকার্জুন খারাগের সঙ্গে অধীরের সমস্যা দেখা দেয়। এখন দেখার তিনি এবার কি করেন? কারণ হেরে যাওয়ার পরে অধীর নিজেই বলেছিলেন, তিনি রাজনীতি ছাড়া কিছুই করতে পারেন না।,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *