বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:তিন দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী আমেরিকায়। আমেরিকায় তাঁর ঠাসা প্রোগ্রাম। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা বা জেনারেল অ্যাসেম্বলিতে বক্তব্য রাখবেন তিনি। রাষ্ট্রপুঞ্জের এই সভায় যোগ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত প্রধান মহম্মদ ইউনূসও ।
বাংলাদেশের তরফে আর্জি জানানো হয়েছিল প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য, কিন্তু সেই আর্জি খারিজ করে দেওয়া হল। কারণ প্রধানমন্ত্রীর ঠাসা কর্মসূচি আছে।
এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন সমীকরণ তৈরী হতে চলেছে। জানা গিয়েছে, রাষ্ট্রপুঞ্জের সভায় যোগ দেওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক আলোচনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মহম্মদ ইউনূসের দেখা করার আবেদন জানানো হয়েছিল বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের তরফে। দুই দেশের মধ্যে সম্পর্কের নয়া সমীকরণ গড়তে আগ্রূহ দেখিয়েছিল বাংলাদেশ। আশাকরা যায়, আগামী দিনে এই দুই রাষ্ট্রপ্রধান নিশ্চই আলোচনায় বসবেন।