বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:একদিকে বন্যায় ক্ষতিগ্রস্থ বেশ কয়েকটি জেলা, তার মধ্যে তিলোত্তমা কাণ্ডে সারা বিশ্বের কাছে মাথা নত হয়েছে বাংলার। এই পরিস্থিতি দ্রুত সামলে ওঠার জন্য মুখ্যমন্ত্রী খুবই তৎপর হয়ে উঠেছেন। শুক্রবার এক বিজ্ঞাপ্তিতে রাজ্য সরকার স্বাস্থ্যদপ্তর নিয়ে পরবর্তী পদক্ষেপের কথা ঘোষণা করেন।
সেই বিজ্ঞাপ্তিতে বলা হয়, সমস্ত স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে অন লাইন ডিউটি চালু করা হবে। ওয়াসরুম, রেস্ট রুম, সর্বত্র সিসি ক্যামেরা সহ চিকিৎসকদের সমস্ত নিরাপত্তা ঢেলে সাজানো হবে। এই নিরাপত্তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে শ্রী সুরজিৎ কর পুরকায়স্থকে। আভ্যন্তরিন অভিযোগ কমিটিকে সক্রিয় করা হবে।
আরো জানানো হয়, সেন্ট্রালাইজ রেফারেন্স সিস্টেম চালু হবে। মহিলা পুলিশ, নিরাপত্তা রক্ষী ছাড়াও রাতে নজরদারি বাড়াতে বিশেষ মোবাইল টিম তৈরী করা হবে।একটা কেন্দ্রীয় হেল্পলাইন নম্বর চালু করা হচ্ছে। চালু হচ্ছে প্যানিক কল এলার্ম সিস্টেম। দ্রুত সমস্ত শূন্যপদ পূরণ করা হবে। এবার স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।