বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ১ জন বা ২ জন নয়, বাম নেতা কলতান দাশগুপ্তকে মুক্ত করার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে ৪৪ জন আইনজীবী দাঁড়িয়েছিলেন।
আইনজীবীদের মধ্যে ফিরদৌস শামীম, শামীম আহমেদ, সুদীপ্ত দাশগুপ্তের মতো আইনজীবীরাও ছিলেন, যাঁরা পশ্চিমবঙ্গে শিক্ষা দুর্নীতি মামলায় আদালতে অভিযোগকারীদের হয়ে সওয়াল করেছিলেন। আদালত জানিয়েছে, আদালতের অনুমতি ছাড়া ‘অডিও টেপ কাণ্ড’-সহ এই সংক্রান্ত আর কোনও মামলায় কলতানকে গ্রেফতার করা যাবে না। বুধবার অডিও-টেপ কাণ্ডে কলতান দাশগুপ্ত মুক্তির আবেদনের শুনানি ছিল কলকাতা হাই কোর্টে। সন্ধে ৭টায় রায় ঘোষণা করেন বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ। নিজের চেম্বার থেকে রায় জানান তিনি। সঙ্গে সঙ্গে সকলের মধ্যে খুশির জোয়ার নেমে আসে।
ইতিমধ্যে খবরে প্রকাশ যে,দুই নেতার মধ্যে কথোপকথনের একটি অডিও ক্লিপ প্রকাশ করে এমনই দাবি করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূল কংগ্রেসকে বদনাম করতেই এই পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন কুণাল ঘোষ৷ সেই ঘটনায় গ্রেফতার করা হয় বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে। কিন্তু আদালত স্পষ্ট বলেন, কন্ঠস্বর প্রমাণিত নয়। তাছাড়াও ফোনেলাপের ভিত্তিতে কখনোই গ্রেফতার করা যায় না। তিনি পুলিশের এই ধরনের মানসিকতা পরিবর্তন করতে বলেছেন।