বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আবার CBI ডেকে পাঠিয়েছে বাম নেত্রী মীনাক্ষী মুখার্জীকে। ১৪ই অগস্ট হাসপাতাল কেন ভাঙচুর করা হল সেই বিষয়টি খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। এই সবের জন্য জিজ্ঞাসাবাদও চালিয়ে যাচ্ছেন তাঁরা।

 

এরই মধ্যে এবার সিবিআই অফিসে ডাক পড়ল ডিওয়াইএফআই (DYFI) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের। এর আগেও সিবিআই আধিকারিকরা ডেকে পাঠিয়েছিলেন তাঁকে। তবে রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে সেখানে যেতে পারেননি মীনাক্ষী। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ সিবিআই দফতরে যাবেন বামনেত্রী। মূলত, ১৪ অগস্ট আরজি করে ভাঙচুড়ের ঘটনা নিয়ে কথা বলার জন্য মীনাক্ষীকে ডেকে পাঠানো হয়েছে বলে খবরে প্রকাশ। যদিও ওই ঘটনার পরেই মুখ্যমন্ত্রী এর জন্য বাম ও বিজেপির দিকে আগেই আঙুল তুলেছিলেন।

আমরা সামলেই জানি, ১৪ই অগস্ট প্রথম ‘রাত দখলের’ কর্মসূচি ছিল। সেইদিন ওই সময় মীনাক্ষীর নেত্রীত্বে বামেরা ঘটনাস্থলে অবস্থান করছিল। বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন তাঁরা। আচমকা সেই সময় একদল দুষ্কৃতী এসে হামলা চালায়। ভাঙচুর করা হয় হাসপাতাল। পুলিশ কর্মীদেরও মারধরের অভিযোগ ওঠে। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে তবে কি তিলোত্তমার ঘটনার প্রমাণ লোপাটের জন্যই দুষ্কৃতীরা সেদিন হামলা চালিয়েছিল? যেহেতু সেদিন ভাঙচুরের সময় তিনি সেখানে ছিলেন, সেই কারণে ওই দিন রাতে ঠিক কী হয়েছিল সেই বিবরণ জানার জন্যই ডেকেছেন কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা। তবে একটা বিষয় স্পষ্ট যে প্রমাণ লোপাট করার উদ্দেশ্য তাদেরই থাকবে যারা ওই ভয়ঙ্কর কান্ড ঘটিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *