বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তিলোত্তমা হত্যার রহস্যের জট বেড়েই চলেছে। এবার সামনে আসছে নতুন নতুন তথ্য। জানা যাচ্ছে,তিলোত্তমার কাছ থেকে ১৫ লক্ষ টাকা দাবি করা হয়েছিল তার গবেষণাপত্র জমা দেওয়ার জন্য।
তিলোত্তমা তাতে আপত্তি করেন বলেই জানতে পারে CBI.তখন তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে জানতে পারে CBI. কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তারা জেনেছে, এই টাকা দিতে রাজি হননি মৃতা। অভিযোগ, তাই গত এক বছর ধরে তাঁকে নানা ভাবে হেনস্থা করা হচ্ছিল হাসপাতালে ডিউটি দেওয়ার সময়ে। এবং সেই কারণেই ঘনিষ্ঠ এবং বন্ধুদের তিনি জানিয়েছিলেন, ডিউটি করতে ভাল না লাগার কথা। সূত্রের খবর, এখানে আটকে না থেকে ওই তরুণী পাল্টা বলেছিলেন, ‘উপরমহলে’ সবটা লিখিত ভাবে জানাবেন। আর এটাই হয়তো তার মৃত্যুর কারণ হতে পারে।
কে এই নির্দেশ দিয়েছিলেন তা স্পষ্ট না হলেও এটা বেশ স্পষ্ট যে তার বা তাদের একটা বাহিনী আছে। যারা নিয়মিত হুমকি দিছিলো তিলোত্তমাকে। এই ব্যাপারেই তথ্য প্রমাণ সংগ্রহে তাদের কিছু সময় লাগছে। সূত্রের খবর, এই পরিস্থিতিতেই সামনে আসছে, সে রাতে আর জি করের জরুরি বিল্ডিংয়ে উপস্থিত থাকা কয়েক জনের পরস্পর বিরোধী বক্তব্য। তাঁদের ফোন থেকে পাওয়া কিছু তথ্য এবং ভিডিয়ো এ ক্ষেত্রে তদন্তকারীদের সাহায্য করছে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, এর মধ্যে মৃতার এক সহপাঠীর ফোন থেকেই মিলেছে টাকা দাবি করার এই চাঞ্চল্যকর তথ্য। সবটা মিলিয়ে তদন্ত নতুন দিকে মোড় নিতে পারে বলে অনেকের ধারণা।