বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ঘটনার পরেই সমস্ত মানুষ একটা কথা স্পষ্ট বলেছিলেন যে কোনো এক জনের পক্ষে এই কাজ করা সম্ভব না। কিন্তু রাজ্য পুলিশ একজনকে গ্রেফতার করে দায়িত্ব সেরেছেন।

 

সেই পরিস্থিতিতে গত ১২ তারিখ নির্যাতিতার বাবা CBIকে একটি চিঠি দেন। এবার শীর্ষ আদালত CBI কে বলেছেন, সবচেয়ে গুরুত্ব দিয়ে ওই চিঠিকে বিচার করতে হবে। ১২ সেপ্টেম্বর সিবিআই-কে চিঠি দিয়েছিলেন তিলোত্তমার বাবা। সেই চিঠিতে যে সম্ভবনা এবং যে ইনপুট দিয়েছেন, সেই গুলো সিবিআই গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন CJI.

নির্যাতিতার বাবা স্পষ্ট বলেছেন, “যেভাবে প্রথম থেকে সমস্তটা হয়েছে, তাতে একজনের পক্ষেই সবটা করা হয়েছে বলে মনে হচ্ছে না। প্রথমে পুলিশি তদন্তের ওপর আশ্বাস রেখেছিলাম। মুখ্যমন্ত্রী নিজেও আমাদের বাড়িতে এসেছিলেন। কিন্তু পুলিশি তদন্ত এগোয়নি। সুপ্রিম কোর্ট মনে করে সিবিআই-কে তদন্তভার দিয়েছে।” সিবিআই তদন্তভার হাতে পাওয়ার পর সবটা জানিয়ে চিঠি করেছিলেন নির্যাতিতার বাবা। শীর্ষ আদালত মনে করেন, ওই চিঠিতে এমন কিছু বিষয় আছে, যা মোড় ঘুরিয়ে দিতে পারে পুরো তদন্ত প্রক্রিয়া। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তেমনই মন্তব্য করলেন। এখন দেখার এবার CBI কোন পথে যায়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *