বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক,: দিল্লির রাজনীতির নতুন মোড়। কেজরিওয়ালের পরে দিল্লির মানুষ পাচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী।কেজরিওয়ালের দিল্লির বাসভবনে পরিষদীয় বৈঠকের পরেই এই সিদ্ধান্তে আসা হয়েছে।
অতীশির মারলেনার নাম প্রস্তাব করা হয়েছিল সেখানেই। সব ঠিক থাকলে আজ, মঙ্গলবারই ইস্তফা দিতে পারেন আপ শীর্ষ নেতা। দুনীর্তির দায় মুক্ত হয়েই তিনি ফের মুখ্যমন্ত্রীর পদে ফিরবেন৷ আবগারি দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পর এমনটাই ঘোষণা করেছেন কেজরিওয়াল। শীলা দীক্ষিত ও সুষমা স্বরাজের পর অতীশি হতে চলেছেন দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী। শুরু হচ্ছে দিল্লির রাজনীতিতে শুরু হচ্ছে নতুন ব্যবস্থা।
আপের পক্ষ থেকে বলা হয়েছে, অতীশিকে খুবই গুরুত্ব দিয়ে দুটি বিষয় সামলাতে হবে। প্রথমত, বিজেপির চাপ সত্ত্বেও তাঁকে দিল্লির জনগণের সেবা চালিয়ে যেতে হবে। দ্বিতীয়টি হল, বিজেপি যদি অরবিন্দ কেজরিওয়ালের সরকারের ইতিবাচক কাজগুলিকে নষ্ট করার চেষ্টা হলে তিনি বাঁচাবেন। কেজরিওয়াল দেশের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি গ্রেফতার হওয়ার পরেও মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পরেই আম আদমি পার্টির (আপ) প্রধান কেজরীওয়াল ঘোষণা করেন, তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন। গত রবিবার দুপুরে দলীয় এক সম্মেলনে আম আদমি পার্টির (আপ) প্রধান জানিয়েছেন, দু’দিন পরেই মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন তিনি। সেই কাজটি এবার করতে চলেছেন তিনি।