বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মালদ্বীপের নতুন চিনাপন্থী প্রেসিডেন্ট প্রথম থেকেই ভারত বিরোধিতার ফল পাওয়া শুরু করেছে। সে দেশের অর্থনীতি এখন বড়ো চ্যালেঞ্জর মুখে। ধুঁকছে আর্থিক সংকটে।
এই পরিস্থিতিতে সুর নরম করল মুইজ্জু সরকার। সেদেশের বিদেশমন্ত্রী মুসা জমিরের দাবি, দুই দেশের মধ্যে যা ঘটেছিল তা একান্তই ‘ভুল বোঝাবুঝি’। এবং তা মিটে গিয়েছে। কিন্তু সত্যিই কী তা এখন পর্যন্ত সম্পূর্ণ মিটেছে? শ্রীলঙ্কা সফরে গিয়েই এমন মন্তব্য করেছেন তিনি। জানিয়েছেন, মুইজ্জু ক্ষমতায় আসার পরে প্রাথমিক ভাবে ভারতের সঙ্গে সম্পর্কে চূড়ান্ত অবনতি হয়।
তিনি জানান, চিন ও ভারত – দুই দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখতে চায় মালদ্বীপ।
আসলে রেকর্ড হারে ভারতীয় পর্যটক কমে গিয়েছে দ্বীপরাষ্ট্রটিতে। দেশটির অনুদানেও বড়সড় কাটছাঁট করেছে কেন্দ্র। তার উপর মাথায় রয়েছে বড় অঙ্কের ঋণের বোঝা। এই পরিস্থিতিতে যে করে হোক ভারতের সঙ্গে সম্পর্কে উন্নতি চাইছে মালদ্বীপ। আর তাই এই মন্তব্য বিদেশমন্ত্রীর। দেশের আর্থিক উন্নতির জন্য ভারতীয় পর্যটক তাদের আপরিহার্য। কিন্তু ভারতীয়রা মালদ্বীপ থেকে মুখ ঘুরিয়েছে। এই অবস্থায় দেশের অভ্যন্তরে বিদ্রোহের মুখে পড়েছে মুইজ্জু।