বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি বলেই দিয়েছেন, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একরকম তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে কালীঘাট থেকে। শনিবার কালীঘাটে জুনিয়র ডাক্তাররা পৌঁছানোর পরে প্রায় তিন ঘন্টা  হয়েছে। আর তখনই খবর আসে টালা থানার OC কে গ্রেফতার করেছে CBI. ব্যাস সমস্ত পরিকল্পনা গেছে ভেস্তে।

 

ছবিতে দেখা গিয়েছে, বৃষ্টি ভেজা জুনিয়র ডাক্তারেরা হাত জোর করে মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে আছেন। দিন শেষে দেখা যায়, রাজ্য সরকারের সব শর্ত মেনেও আন্দোলনরত ডাক্তাররা মুখ্যমন্ত্রীর বাসভবন কালীঘাটে আলোচনার জন্য রাজি হলেও, তাঁদেরকে একপ্রকার ‘ভাগিয়ে দেন’ চন্দ্রিমা ভট্টাচার্য। টলিউডের অনেকেই মুখ খুলেছেন জুনিয়র ডাক্তারদের পক্ষ নিয়ে। বিশেষ করে একটি ছবি যেন কথা বলছে, যেখানে দেখা যাচ্ছে বৃষ্টিস্নাত ডাক্তাররা হাত জোড় করে দাঁড়িয়ে, সামনে মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী সেই ছবি শেয়ার করে লিখলেন, ‘এটা হৃদয়বিদারক’। স্বস্তিকা মুখোপাধ্যায় সেই ছবি শেয়ার করে লিখলেন, ‘এটা টাইমলাইনে থেকে যাক’।সোশ্যাল মিডিওয়ায় এই ছবি দেখে প্রবল ক্ষুব্ধ বাংলার নাগরিক মহল।

এদিকে ওই দুই অভিনেত্রীর পোষ্টের কমেন্ট বক্স ভরে উঠেছে। সকলেই ক্ষুব্ধ এভাবে অত জন শিক্ষিত ছেলে মেয়েকে আটকে রেখেও শেষ পর্যন্ত মিটিং বাতিল করায়। সুদীপ্তার পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘শিক্ষিত v/s অশিক্ষিত লড়াই চলছে। এখন শান্ত থেকে ও ধৈর্য ধরতে হবে।’ আরেকজন আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ নিয়ে মন্তব্য করলেন, ‘সবসময় একপক্ষ থাকবেন না। দিদি আজ যা করেছেন, কখনো কোনো মুখ্যমন্ত্রী পারেননি।’ এভাবেই নাগরিক মহলের প্রতিক্রিয়া বেড়েই চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *