বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:একদম অপ্রত্যাশিত ভাবে, নাটকীয়ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়ে জান স্বাস্থ্যভাবনের জুনিয়র ডাক্তারদের আন্দোলনস্থলে। তাঁকে দেখেই আবার শ্লোগান ওঠে -‘উই ওয়ান্ট জাস্টিস’।
মাইক হাতে মুখ্যমন্ত্রী কিছু সময় থেমে বলেন, ‘আমাকে পাঁচ মিনিট বলার সুযোগ দিন।’ সাময়িকভাবে থেমে যায় শ্লোগান। মুখ্যমন্ত্রী বলা শুরু করেন, “আমার নিরাপত্তাজনিত বারণ থাকা সত্ত্বেও নিজে ছুটে এসেছি। আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাচ্ছি। ছাত্র আন্দোলন থেকে আমি উঠে এসেছি। কাল ঝড়জল হয়েছে। আপনারা যে ভাবে বসে আছেন, আমার কষ্ট হচ্ছে। ৩৪ দিন ধরে বসে আছেন। আমিও রাতের পর রাত ঘুমোইনি। আপনারা রাস্তায় থাকলে আমাকেও পাহারাদার হিসাবে জেগে থাকতে হয়।’’ কিছু সময়ের জন্য এক অদ্ভুত নাটকীয় স্থবিরতা। আন্দোলনকারীরা একে অপরের মুখের দিকে তাকাচ্ছে।
প্রসঙ্গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের আলোচনা ভেস্তে যায় দুপক্ষের অনমনীয় মনোভাবের জন্য। মুখ্যমন্ত্রী আবার শুরু করেন, “যদি আপনারা কাজে ফিরতে চান, আমি কথা দিচ্ছি, আপনাদের দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করব। আমি একা সরকার চালাই না। সকলের সঙ্গে আলোচনা করব। যদি কেউ দোষী হন, শাস্তি পাবেন। সিবিআইকে অনুরোধ করব, দোষীদের ফাঁসি হোক। কেউ দোষী থাকলে নিশ্চয় ব্যবস্থা নেব। এটুকু বলতে এসেছি।’’ সকলেই কিছু সময় নীরব থাকেন। মুখ্যমন্ত্রী আরো কিছু সময় সেখানে বক্তব্য রাখেন।