বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আর জি কর কান্ড নিয়ে বৃহস্পতিবার ছিল চরম উত্তেজনা। নবান্নে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ছিল, তা ব্যর্থ হয়েছে। আর সেই দিনই রাতে সেই আর জি কর নিয়েই বোমা ফাটালেন রাজ্যপাল।

 

বৃহস্পতিবার রাজভবন থেকে প্রকাশিত এক ভিডিয়ো বার্তায় একথা জানিয়েছেন তিনি। আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করে রাজ্যপাল বলেছেন, সাংবিধানিক দায়িত্ব পালন ছাড়া কোনও সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে হাজির থাকবেন না তিনি। তিনি আরো একধাপ এগিয়ে বলেন, ‘আমি সংকল্প নিচ্ছি যে আমি মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কট করব। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও প্রকাশ্য মঞ্চে থাকব না। আমি এমন কোনও প্রকাশ্য অনুষ্ঠানে থাকব না যেখানে মুখ্যমন্ত্রী হাজির রয়েছেন।’

এদিকে এই খবর সম্প্রচার হতেই তীব্র ক্ষোভে ফেটে পরেছে তৃণমূল। তারা সোজাসুজি রাজ্যপালকে আক্রমনের পথে নেমেছেন। রাজ্যপাল বলেছেন, ‘আমি সংবিধান, জনতা ও মানুষের কাছে দায়বদ্ধ। সরকার বর্তমান সংকট মোকাবিলায় ব্যর্থ। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে আইন-শৃঙ্খলা ব্যবস্থা রক্ষায় ব্যর্থ হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী প্রবলভাবে ব্যর্থ হয়েছেন। সব থেকে বড় বিড়ম্বনা হল স্বরাষ্ট্রমন্ত্রীই, স্বাস্থ্যমন্ত্রী। তিনিই আবার মুখ্যমন্ত্রী। মানুষকে নিরাপত্তা দেওয়ার বদলে তাদের বিরোধিতা করছেন বাংলার লেডি ম্যাকবেথ। হুগলি নদীর সব জল দিয়েও বাংলার লেডি ম্যাকবেথ নিজের নোংরা হাত দু’টো পরিষ্কার করতে পারবেন না।’ রাজ্যপালের এই মন্তব্যকে নাগরিক মহল কিন্তু ভালোভাবে নিচ্ছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *