বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় আজ পালিত হয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১৩০ তম জন্মদিবস। এই উপলক্ষে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত তাঁর জন্মস্থানে স্থাপিত আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন উপাচার্য ডক্টর অমলেন্দু ভূঁইয়া।
তিনি বলেন, এই জন্মস্থান দেখতে দূর-দূরান্ত থেকে অনেকেই আসেন। বাংলা বিভাগ এই বিষয় নিয়ে আরও গবেষণা করুক। নতুন কোর্স খুলুক। এর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবসময় পাশে আছে। উল্লেখ্য, এখন যেখানে কল্যাণী বিশ্ববিদ্যালয় একসময় সেই জায়গার নাম ছিল মুরাতিপুর। সেখানেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের তরফে সেই জায়গাটি চিহ্নিত করে সেখানে তাঁর আবক্ষ মূর্তি স্থাপন করে। সেখানেই আজ এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রায় ২০০ জন গবেষক এবং ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।