বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলার প্রচীনতম গনেশ মন্দির পোস্তার এই মন্দির। মূলত বাগেশ মিশ্রা ও শচীন ত্রিপাঠির উদ্যোগে এই পুজো হয়ে আসছে। এখানে গনেশ পুজোর দিন মানুষের ঢল নামে। হাজার হাজার ভক্তপ্রাণ হিন্দু ওই মন্দিরে এসে ভগবানের কাছে প্রার্থনা করেন। ওই মন্দিরে গনেশ দর্শনে এসেছিলেন প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি, স্মিতা বক্সি।
বাগেশ মিশ্রা বলেন,আমাদের এই মন্দিরে গজানন বসে আছেন। এ ছাড়াও এই মন্দিরে জগন্নাথ, মা দুর্গা, লক্ষ্মী সকলের পুজো হয়। তিনি সকলের কাছে আবেদন করেন, আপনারা এই মন্দিরে এসে গনেশকে দর্শন করে আপনাদের মনের দুঃখ জানান, ভগবান গনেশ আপনাদের দুঃখ দূর করবেন। ওই পুজো কমিটির সভাপতি শচীন ত্রিপাঠি বলেন, ৪৫০ বছরের পুরোনো এই মন্দির। এখানে স্বয়ং ভগবান সকলেকে আশীর্বাদ করার জন্য বসে আছেন। পোস্তা জন্ম মহোৎসব সমিতির পক্ষ থেকেই এই পুজোর আয়োজন করা হয়।
সঞ্জয় বক্সি বলেন, এই মন্দির বহু প্রাচীন। হিন্দু ধর্মের মানুষের কাছে এই মন্দির খুবই মহাত্মপূর্ন।তিনি বলেন, তিনি প্রতি বছর এই গনেশ পুজোতে আসেন। গনেশ পুজো দিয়েই শুরু হয়ে যায় বাংলার উৎসবের মরসুম। তিনি সকলকে শুভেচ্ছা জানান। স্মিতা বক্সি বলেন, ভগবান গনেশের কাছে প্রার্থনা করি সমস্ত মানুষকে তিনি সুখে ও শান্তিতে রাখুন। সকলেই যেন আনন্দে থাকতে পারে। ওই পুজো উপলক্ষে বহু মানুষের ভিড় জমেছিল ওই মন্দিরে।