বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ ভাদ্র চতুর্থী তিথি। সেই অনুযায়ী বলা যায় শরতের আগমন ঘটেছে। বাতাসে শরতের গন্ধ পাওয়া যাচ্ছে। কিন্তু বর্ষা গেলো কথায়? সেই অর্থে বর্ষা কিন্তু বাংলায় হয় নি। এই পরিস্থিতিতেই আবহাওয়া অফিস আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। যে কারণে দক্ষিণবঙ্গের নানান জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।আবহাওয়া দফতরের তরফ থেকে বিশেষ বুলেটিন প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, নিম্নচাপের জন্য আগামী ৯ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর অবধি দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কয়েকটি জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে মৎসজীবীদের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে বলে জানানো হয়েছে। আগামী মঙ্গলবার অবধি তাঁদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। তবে বুধবারের খবর এখনও না জানানো হলেও সম্ভবত বুধবার একই রকম পরিস্থিতি থাকতে পারে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Rainfall Alert) হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে,বঙ্গোপসাগরে নিম্নচাপ ধীরে ধীরে উত্তর দিকে এগিয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানানো হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলে আজ ও কাল মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে এই মুহূর্তে নেই।