বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: একটা প্রচলিত রসিকতা আছে যে তৃণমূল নেতা কুনাল ঘোষের প্রতিক্রিয়া বাতাসের থেকেও দ্রুত চলে। সে যাইহোক, তিনি কখনো প্রতিক্রিয়া না দিয়ে থাকতে পারেন না।

তাঁর আক্রমনের কেন্দ্রে তো বিরোধীরা থাকেই, দলের লোকেরাও বাদ জান না। এবার কুনালের আক্রমন অভিনেতা সাংসদ দেবকে । বিষয় হলো ঘাটাল মহকুমা হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন। উদ্বোধন কে করলেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না এলাকার সাংসদ দেব?

কুনাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১২ মার্চ, ভার্চুয়ালি৷ স্থানীয় কর্তাব্যক্তিরাও ছিলেন। এবার ৪/৯ ওই একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধক হিসেবে সিএম-এর নাম পাল্টে এমপি৷ সুপারস্টার একেই বলে৷ এলাকার মানুষ তো অবাক৷ কনগ্র্যাটস দেব৷’ এর আগেও দেব এবং কুণাল ঘোষের সংঘাতে অস্বস্তিতে পড়তে হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে৷ মিঠুন চক্রবর্তীকে করা কুণালে মন্তব্যে আপত্তি জানিয়েছিলেন দেব৷ তা নিয়েই পাল্টা দেবকে আক্রমণ শানিয়েছিলেন কুণাল৷ গত লোকসভা নির্বাচনেও প্রার্থী হতে রাজি হননি দেব৷ শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে তাঁকে প্রার্থী হতে রাজি করান। আসল ঘটনা হলো, সারা বাংলায় কোনো কিছু উদ্বোধনের সুযোগ কোনো নেতা, মন্ত্রী থেকে শুরু করে MLA বা MP রা বিশেষ পান না। সমস্ত উদ্বোধন করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তা নিয়ে যে চাপা ক্ষোভ দলের অভ্যন্তরে আছে তা বিলক্ষণ জানেন নাগরিক মহল। কিন্তু দেব হয়তো সাহস করে সেই মিথ ভাঙতে চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *