বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সিপিএমের সাধারণ সম্পাদক
সীতারাম ইয়েচুরির বেশ কিছুদিন ধরেই অসুস্থ। গত ১৯ অগাস্ট ফুসফুসের সংক্রমণ এবং জ্বর নিয়ে এইমসে ভর্তি করা হয় ইয়েচুরিকে৷ তার পর থেকে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি৷ যদিও অবস্থার অবনতি হওয়ায় গত কয়েকদিন ধরেই ভেন্টিলেশন সাপোর্টে রাখতে হয়েছে প্রবীণ ওই সিপিএম নেতাকে৷ ইতিমধ্যে সিপিএমের উচ্চ নেতৃত্ব প্রায় সকলেই তাঁকে দেখে এসেছেন। কিন্তু তাঁর অবস্থা বেশ উদ্বেগজনকে হয়ে উঠেছে।
দিল্লির এইমস-এর আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন তিনি৷ ফুসফুসে সংক্রমণ নিয়ে গত বেশ কিছু দিন ধরেই এইমস-এ ভর্তি রয়েছেন ইয়েচুরি৷ কয়েকদিব চিকিৎসার পর ভেন্টিলেশনেই রাখতে হয়েছে তাঁকে৷ বুধবার তাঁর অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকেরা তৎপর হয়ে ওঠেন। তবে সিপিএম সূত্রে খবর, বৃহস্পতিবার সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থার সামান্য হলেও উন্নতি হয়েছে৷ এতদিন তাঁর ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্ট প্রয়োজন হলেও বৃহস্পতিবার থেকে তার ভেন্টিলেশন সাপোর্ট কমিয়ে ৫০ শতাংশ করা হয়েছে৷ কিন্তু অবস্থা নিয়ে খুবই উদ্বিগ্ন চিকিৎসক মহল। এই মুহূর্তে সকলেই দ্রুত তাঁর আরোগ্য কামনা করছেন।