বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে ৫ সেপ্টেম্বর ছিল আর জি কর কাণ্ডের শুনানি। কিন্তু বিচারপতি থাকতে না পারার জন্য ৪ তারিখ বিকেলে এক নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে ৫ তারিখ শুনানি হবে না।
তখনই ক্ষোভে ফেটে পড়েছিলেন বাংলার চিকিৎসক ও নাগরিক সমান। সমাজ মাধ্যম ভরে উঠেছিল নানা মন্তব্যে। কিন্তু পরে কবে বসবে সেই শুনানির আসর। সেই নিয়েই প্রশ্ন ছিল সমস্ত ভারতবাসীর।
৫ তারিখ বিকেলে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এক নোটিশ দিয়ে তা পরিষ্কার করা হলো। বৃহস্পতিবার সন্ধ্যায়ই জানা গেল, আগামী সোমবার এই মামলার শুনানি হবে। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসেই হবে শুনানি। উল্লেখযোগ্য, ৯ সেপ্টেম্বর আরজি করের ঘটনার এক মাস পূর্ণ হবে। গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে উদ্ধার হয় এক ডাক্তারি পড়ুয়ার দেহ। তারপর সারা দেশ উত্তাল হয়ে ওঠে। রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয় একজন। তার পরেই সেই তদন্তের দায়িত্ব যায় CBI এর হাতে। এদিকে প্রতিবাদে ছয়লাপ শহর। দাবি একটাই, দোষীদের শাস্তি। ডাক্তার থেকে আইনজীবী, সকলেই পথে নেমেছেন। লালবাজার অভিযান থেকে নবান্ন অভিযান, এমন জোরাল প্রতিবাদ বাংলা শেষ কবে দেখেছে কেউ মনে করতে পারছে না। ৯ তারিখ একাধিক কর্মসূচির ডাক দিয়েছে নানা সংগঠন। এখন দেখার ওই দিনে সত্যি শুনানি হয় কিনা!