বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রথমেই জেনে নেওয়া যাক যে, তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক কি বলেছিলেন। কাঞ্চন মল্লিকের অভিনয়ের একটা নিজস্বতা আছে।
সেই ভঙ্গিমাতেই তিনি বলেন, যে বা যারা রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন ও যারা কর্ম বিরতি পালন করছেন, তারা সরকারের অনুদান, বোনাস ইত্যাদি নেবেন তো? সরকারের দেওয়া পুরস্কার ফেরৎ দেবেন তো? ইত্যাদি ইত্যাদি।
আর এই ঘটনার প্রেক্ষিতে শিল্পী কলা-কুশলীদের একটা বড়ো অংশ সরকারের পুরস্কার ফেরৎ দিতে শুরু করেছেন। পুরস্কার ফিরিয়ে দিয়েছেন চন্দন সেন। চন্দন সেন নাট্যক্ষেত্রে সর্বোচ্চ সম্মাননা ‘দীনবন্ধু মিত্র পুরস্কার’ ফিরিয়ে দিতে চেয়েছেন তিনি। বাংলা বিনোদন দুনিয়ায় ‘অসামান্য অবদানের জন্য’ রাজ্য সরকারের দেওয়া ‘বিশেষ পুরস্কার’ ফিরিয়ে দিলেন সুদীপ্তা চক্রবর্তী। ‘দায় আমাদেরও’ নাটকটির জন্য পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির তরফে সেরা নির্দেশকের পুরস্কার পান বিপ্লব বন্দ্যোপাধ্যায়। কিন্তু, মঙ্গলবার তিনিও সেই পুরস্কার ফিরিয়ে দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে নাট্য অ্যাকাডেমিতে ইমেল করেছেন। কয়েক ঘন্টা আগে পুরস্কার ফিরিয়ে দিলেন নাট্য ব্যক্তিত্ব সুপ্রিয় দত্ত ও সনাতন বিন্দা। রাজ্য চারুকলা কেন্দ্রের সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন সনাতন বিন্দা। এর মধ্যে সুপ্রিয় দত্তের পদত্যাগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উস্মা প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় সরকারের পুরস্কার হলে কি প্রাপকেরা সেটা ফেরাতেন? সেই প্রসঙ্গেই সুপ্রিয় দত্ত দ্বর্থহীন ভাষায় বলেন, “কেন্দ্রীয় সরকার পুরস্কার দেননি, দিলে ফিরিয়ে দিতাম। ভবিষ্যতে পুরস্কার দিলে নেব না।’’