বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেভাবে বৃষ্টি হয় নি। কিছু কিছু অঞ্চলে অবশ্য অল্প বৃষ্টি হয়েছে। বাতাসে জলীয় বাষ্প কিছুটা থাকলেও মেঘ সেভাবে ঘনীভূত হতে পারে নি। বুধবার সকালে কিছুটা কুয়াশা থাকলেও বেলা বাড়তে আবার ঝকঝকে রোদ। বেশ মনোরম বাসন্তিক পরিবেশ। এই অবস্থায় সামনে আসলো আলিপুর আবহাওয়া দপ্তরের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার বার্তা।
হাওয়া অফিস বলছে,বুধবার থেকে ফের একবার স্বাভাবিক হবে আবহাওয়া (Weathe)। বৃষ্টির সম্ভাবনা যেমন কমবে তেমন বাড়বে তাপমাত্রা। উঁকি দেবে সূয্যিমামাও। আগামী শনিবার পর্যন্ত মেঘলা আকাশের পরিবর্তে পরিষ্কার আকাশ থাকবে বলেই মনে করছে আবহাওয়াবিদদার। উষ্ণতা এবার ধীরে ধীরে বাড়বে। তবে দিন চারেক পড়ে, সম্ভবত আগামী রবিবার থেকে আবার একটা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। মার্চের শুরুর থেকেই বাড়বে দমকা হাওয়া এবং বৃষ্টির দাপট। পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পার্বত্য অঞ্চলে।
উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা একই রকম থাকবে। বিক্ষিপ্ত বর্ষণের জেরে সামান্য পারদ পতন হয়েছে। তবে শনিবার থেকে পাল্টা খাবে পার্বত্য অঞ্চলের আবহাওয়া। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং-এ।