বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সামান্য একটা শব্দ – ‘ফোঁস’! তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বলেছিলেন মুখ্যমন্ত্রী। ব্যাস, তারপর থেকেই স্বমহিমায় তৃণমূল। ৪ তারিখ তার চূড়ান্ত রূপ দেখালো জলপাইগুড়ির মাথা ভাঙা। পূর্ব ঘোষণা অনুযায়ী মাথাভাঙ্গায় প্রদীপ জ্বালিয়ে,’উই ওয়ান্ট জাস্টিস’ শ্লোগান তুলে রাস্তায় এক শিল্পী ছবি আঁকছিলেন।

 

মুহূর্তে ছুটে আসে তৃণমূলের লেঠেল বাহিনী। পেটানো হয় শিল্পীকে। প্রতিবাদীদের রং দিয়েই মুছে দেয় রাস্তায় আঁকা ও লেখাগুলো। পেটানোর হাত থেকে বাদ গেলো না প্রবীণ নাগরিকরাও। এই বিষয়ে কথা বলার জন্য উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর সঙ্গে যোগাযোগ করা হল তিনি জানান, তিনি কলকাতায় আছেন। এই বিষয়ে কিছু জানেন না, তাই কথা বলবেন না। ভিডিয়োতে দেখা যায়, তৃণমূলের একেবারে পরিচিত নেতারা ঝাঁপিয়ে পড়েন প্রতিবাদকারীদের উপর। স্থানীয় এক বাম কর্মীকে মারধর করা হয়। সেই সঙ্গেই চলে গালিগালাজ। ওই বামকর্মী অরাজনৈতিকভাবেই এসেছিলেন প্রতিবাদে। তিনি নিজে চিত্রশিল্পী। রাজপথে আল্পনা দিয়েছিলেন। রাস্তায় লেখা ছিল জাস্টিস ফর আরজি কর। সেই জাস্টিস ফর আরজি কর লেখা মুছে দেওয়া হয়। মুছে দেয় তৃণমূলের দাদারা। দাদাগিরির চরম নমুনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *