বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গতকাল, অর্থর মঙ্গলবার ভারতের প্রধান মন্ত্রী দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট্ট দেশ ব্রুনেই গিয়ে ব্যাপক সম্বর্ধনা পেয়েছিলেন।
আর ব্রুনেই থেকে তিনি গেলেন সিঙ্গাপুর। সিঙ্গাপুরেও তাকে বিশাল সম্বর্ধনা জানানো হয়। সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং এবং ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট থার্মান শন্মুগরত্নমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। বুধবারই সুলতান হাজি হাসানাল বলকিহার সঙ্গে সাক্ষাৎ করেন মোদি। সোশাল মিডিয়ায় একথা জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, ‘সুলতান হাজি হাসানাল বলকিহার সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত। আমাদের দেশগুলির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।’ এর আগে সেদেশের বিখ্যাত ওমর আলি সাইফুদ্দিন মসজিদে যান মোদি। আন্তর্জাতিকভাবে ভারতের অবস্থান এখন বেশ ভালো। আর তার পিছনে আছে মোদীজির একটা বড়ো উদ্যোগ।
সিঙ্গাপুরের প্রবাসী ভারতীয়দের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সেদেশের ভারতীয় সম্প্রদায় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। গানবাজনায় মেতে ওঠেন তাঁরা। মোদিও যোগ দেন তাতে। তাঁকে দেখা যায় ঢোল বাজাতে। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘সিঙ্গাপুরে পৌঁছেছি। ভারত-সিঙ্গাপুর বন্ধুত্বকে দৃঢ় করার লক্ষ্যে একাধিক বৈঠকের দিকে তাকিয়ে রয়েছি। আমাদের যুবশক্তি দেশটিকে আদর্শ বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলছে। ব্রুনেই সফর শেষ করে সিঙ্গাপুরে গেলেন প্রধানমন্ত্রী। এটাই তাঁর পঞ্চম সফর সেদেশে। তবে ২০১৮ সালের পর আর তিনি এখানে আসেননি।