বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সোমবার রাতে এই ঘটনাটি ঘটে। সেনা বিভাগ সূত্রে জানা যাচ্ছে, রাত্রিকালীন প্রশিক্ষণ চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে। আরো জানা যাচ্ছে, বিমানটিতে যান্ত্রিক সমস্যার জেরেই এই দুর্ঘটনা।
ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, গতকাল রাতে প্রশিক্ষণ চলার সময় মিগ-২৯ বিমানটিতে সমস্যা দেখা দেয়। এই পরিস্থিতিতে পাইলট দ্রুত সিদ্ধান্ত নেন, বিমান ছেড়ে বেরিয়ে আসার। বিমানে ঠিক কী ধরনের যান্ত্রিক সমস্যা দেখা গিয়েছিল, তা জানতে ‘কোর্ট অফ ইনকোয়ারি’র নির্দেশ দেওয়া হয়েছে। এখন তদন্ত চলেছে যে কি ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিলো ওই বিমানে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা একটা ছবিতে দেখা যাচ্ছে, দাউ দাউ করে জ্বলছে গোটা বিমান। মঙ্গলা প্রসেসিং টার্মিনাল রোডে সেটি ভেঙে পড়ে বলে খবর। পাইলটের একটি ছবিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, দুর্ঘটনার পর প্যারাশুটের সাহায্যে মাটিতে নেমেছেন পাইলট। মাটিতে শুয়ে রয়েছেন তিনি। বেশ কয়েকজন জওয়ান তাঁকে ঘিরে আছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী তিনি এখন ভালো আছেন।