বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:প্রায় চার বছর পর ফের বাঁকুড়ার জঙ্গল মহলে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। বুধবার দুপুরে খাতড়া শহর সংলগ্ন খড়বন মাঠে তাঁর সভার আগে এলাকায় একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের দাবিতে সরব জঙ্গল মহলের মানুষ।
উল্লেখ্য, ২০০৬ সালের ১৮ নভেম্বর তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাত দিয়ে খাতড়া মহকুমা হাসপাতালের পথচলা শুরু। কিন্তু বিগত ১৮ বছরেও এই হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন হয়নি বলে অভিযোগ। ফলে জঙ্গল মহলের একটা বড় অংশের মানুষের আজও অন্যতম ভরসাস্থল ৫০ থেকে ৮০ কিলোমিটার দূরের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।
স্থানীয়দের দাবি, খাতড়া মহকুমা হাসপাতালে প্রসূতি বিভাগে পর্যাপ্ত বেড নেই, নবজাতক সন্তান সহ মায়েদের অনেক সময় মেঝেতেই পড়ে থাকতে হয়। বড় কোন সমস্যা হলে দৌড়াতে হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর খাতড়া খড়বনা সভা থেকেই জঙ্গল মহলে সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ঘোষণা করুন এই দাবি তারা জানাচ্ছেন।
বিজেপির যুব সংগঠনের জেলা সাধারণ সম্পাদক শান্তনু সিংহ বলেন, চিকিৎসা পরিষেবার দিক থেকে জঙ্গল মহল বঞ্চিত। খাতড়া মহকুমা হাসপাতালে পর্যাপ্ত বেড নেই, নেই পর্যাপ্ত চিকিৎসক-স্বাস্থ্যকর্মী। এছাড়াও আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে। মুখ্যমন্ত্রী যতোই দাবি করুন ‘জঙ্গল মহল হাসছেনা’ বলে তিনি দাবি করেন।
জেলা তৃণমূল সভাপতি তথা তালডাংরার বিধায়ক অরুপ চক্রবর্তী বলেন, ইতিমধ্যে রাজ্যের সেরা হাসপাতাল হিসেবে গড়ে উঠেছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এখন আর কথায় কথায় কলকাতা ছুটতে হয়না। খাতড়া মহকুমা হাসপাতালেও ১০০ শয্যা বাড়ছে বলে তিনি দাবি করেন।