বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সোমবার জুনিয়র্স ডাক্তার্স ফোরাম লালবাজার অভিযান করবেন। শুরু হয়েছে সেই অভিযান।
১৪ অগাস্ট রাতে আর জি কর মেডিক্যালে হামলার সময় কেন নিষ্ক্রিয় ছিল পুলিশ? প্রশ্ন তুলে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রাস্তায় নামছেন জুনিয়র ডাক্তাররা। আজ দুপুর দুটোয় কলেজ স্কোয়ারে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল। ইতিমধ্যে সেখানে প্রচুর মানুষের ভিড়। সেখান থেকে মিছিল করে লালবাজার অভিযানে যাবেন জুনিয়র ডাক্তাররা। শুরু করেছেন পথ চলা।
দিকে-দিকে চলছে প্রতিবাদ। এই পরিস্থিতিতে চিকিৎসকদের পুলিশি সমন নিয়ে আরও জোরাল হল প্রতিবাদ। মুখ খুললেন, শহরের বিশিষ্ট চিকিৎসকরা। অন্য়দিকে, আর জি কর হাসপাতালে গিয়ে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যোগ দিলেন, কলেজের প্রাক্তনী, অশীতিপর চিকিৎসকরা। রবিবার ধর্মতলা দখল করেছিলেন শিল্পী কলা-কুশলীরা। সোশাল মিডিয়ায় সরব বিভিন্ন পেশার মানুষ। এই প্রেক্ষাপটে, সম্প্রতি দুই চিকিৎসক, কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে তলব করে লালবাজার। চিকিৎসক অভিজিৎ চৌধুরী বলেন, যেভাবে পুলিশি দমনপীড়ন চলছে তাতে প্রতিবাদ করা ছাড়া পথ নেই। নির্বোধের মতো অপ্রয়োজনীয় পদক্ষক্ষেপ। চিকিৎসক মানস গুমটা বলেন, ‘যত আটকাবেন তত কিন্তু প্রতিরোধ বাড়বে শহর থেকে গ্রামে।’