বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ফোঁস’ মন্ত্র উজ্জীবিত উত্তর থেকে দক্ষিণ সর্বত্র। আর জি কর কাণ্ডের প্রতিবাদ স্বরূপ সোনারপুর দক্ষিণ বিধানসভায় প্রতিবাদ সভা ডেকেছিল তৃণমূল।

আর লাভলী মৈত্র সেই সভাকে ‘বদলা’র সভায় পরিনত করলেন। সভামঞ্চে দাঁড়িয়ে বাম নেতা সুজন চক্রবর্তী, সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে আক্রমণ করতে শোনা যায় তাঁকে। বিধায়ক লাভলি বলেন, “সুজন, সায়নরা ঘুরে বেড়ান। তার একটাই কারণ। রাজ্যে বদল হয়েছিল, কিন্তু বদলা হয়নি। ২০১১ তে বদল হয়েছিল বদলাও হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললে, কীভাবে আঙুল নামাতে হয়, সেটা আমরাও জানি। আমরা শান্ত আছি কিন্তু দুর্বল নই।” তার কথায় আছে স্পষ্ট ধমকের সুর। নাগরিক মহল বলছেন,এভাবেই ‘তিলোত্তমা’ কাণ্ড থেকে মানুষের মুখ ঘুরিয়ে দিতে চাইছে অনেক রাজনৈতিক।

এই নিয়ে সুজন চক্রবর্তীর কাছে প্রশ্ন করলে তিনি বিষয়টিকে মোটেও গুরুত্ব দিতে চান নি। তিনি বলেন, “কে লাভলি! এই ধরনের আক্রমণ যে বালখিল্যতা, এই নিয়ে কোনও সন্দেহ নেই। আমাদের বিরুদ্ধে কথা বললেন নির্যাতিতা বিচার পাবে তো? মানুষ যেভাবে ফুঁসে উঠছে, তাতে যেন সতর্ক থাকে।” আবার বাম নেতা সায়ন বলেন, “কতজনকে দেখে নেবেন বিধায়ক ম্যাডাম? কতজনের ওঠানো আঙুল নামিয়ে দেবেন? ও হুমকিতে আমরা ভয় পাই না।” সায়ন বলেন, লাভলীর এই বক্তব্যর প্রেক্ষিতে তিনি আদালতে অভিযোগ জানাতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *