বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়ির 14 নং ওয়ার্ডে নতুন করে বঙ্গভবনের ভিত্তি স্থাপন করলেন মেয়র গৌতম দেব। তিনি জানালেন পাচ তলা নির্মিত এই ভবন হবে একেবারেই আধুনিক ভাবে। থাকবে পার্কিং এবং থাকার ব্যাবস্থা।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার ছাড়া শিলিগুড়ির 14 নং ওয়ার্ড কাউন্সিলার এবং এম এম আই সি শ্রাবনী দত্ত। উপস্থিত ছিলেন শিলিগুড়ির 14নং ওয়ার্ড এর তৃণমূল কংগ্রেস কর্মীরা। মেয়র জানান এই ভবন শুরু হলে অনেক মানুষের উপকার হবে। কারন এটা সরকারি ভবন। এখানে মধ্যে বিত্য এবং একেবারেই সাধারন ঘরের থেকে আসা মানুষ এখানে একেবারেই কম খরচের মধ্যে দিয়ে তাদের অনুষ্ঠান করতে পারবেন। যেটা সবার পক্ষে করা হয়ে ওঠে না। এই ভবনে শুধুমাত্র ওয়ার্ডের মানুষ ই আসেন না বাইরে থেকেও মানুষ আসেন এই ভবনে। তাই আমাদের চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি এই ভবনের কাজ শেষ করা যায়। এই ভবন শিলিগুড়ির অন্যতম বড় ভবন তাই আমাদের চেষ্টা এবং লক্ষ্য থাকবে এই ভবনের কাজ যত তাড়াতাড়ি পারা যায় শেষ করা। যাতে সাধারন মানুষের অনুষ্ঠান করতে বাধা না আসে। ডেপুটি মেয়র নিজে জানান আমি নিজে চেষ্টা করব এই কাজে পাশে থাকার যাতে নতুন ভবন খুব দ্রুত তৈরী হয়ে যায়।