বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আর জি কর কাণ্ডে তিলোত্তমার বিচার চেয়ে ২০ দিন ধরে প্রতিবাদে উত্তাল কলকাতা সহ সারা বাংলা। এর মধ্যেই ঘটে গেছে ২৭ তারিখ বিজেপির নবান্ন অভিযান ও ২৮ তারিখ বিজেপির বাংলা বনধ ও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস।
দুটি দলই তিলোত্তমা হত্যা কাণ্ডের বিচার চেয়ে উত্তাল। এর মধ্যেই আজকে মেগা প্রতিবাদ সব দলের। আজ বিজেপির ধরনার দ্বিতীয় দিন। ধর্মতলায় মঞ্চ বেঁধে চলছে ধরনা। ডরিনা ক্রসিংয়ে শুক্রবার থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পাশাপাশি পথে নামার কথা বিজেপির মহিলা মোর্চারও। করুণাময়ী থেকে মিছিল করবে বিজেপির মহিলা মোর্চা। রাজ্য মহিলা কমিশন ঘেরাওয়ের ডাক দিয়েছে মহিলা মোর্চা। সেখানে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। অপর দিকে রাস্তায় নামছে তৃণমূল ছাত্র পরিষদও। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে
প্রতিটি কলেজ গেটে দুপুর ১টা থেকে ধরনা অবস্থানে বসবে তৃণমূলের ছাত্র সংগঠন। স্বাভাবিক কারণেই কলেজে কলেজে গন্ডগোলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
প্রতিবাদ আন্দোলন থেকে সরে আসে নি বামপন্থীরাও। বামেরাও আজ পথে নামছে আবার। হাজরা মোড়ে অবস্থানে বসছেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। রাজাবাজারে বিক্ষোভ দেখাবে ছাত্র যুব সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই। সব মিলিয়ে আজ আবার উত্তাল কলকাতা।
ঘটনার পর ২০ দিন পেরিয়ে গেল। তবে তদন্তের গতি খুব একটা সন্তোষজনক নয়, বলছে বিভিন্ন মহল। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে বিস্তর লেখালেখিও চলছে। কলকাতা পুলিশ থেকে সিবিআই, তদন্তভার হস্তান্তর করেছে হাইকোর্ট। কিন্তু তদন্তের দায়িত্ব পাওয়ার পর এখনও কেন্দ্রীয় এজেন্সির তেমন বড় পদক্ষেপ নজরে আসেনি।