আজকের আবহাওয়া
বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সকালে বেশ রোদ ঝলমলে আকাশ থাকলেই তা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। বেলার দিকে আকাশে জমা হবে কালো মাঘ। এমনই বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) ৭টি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ওই ৭ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উক্ত ৭ জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে হালকা থেকে বৃষ্টিপাত হলেও কোনও সতর্কতা জারি করা হয়নি। দক্ষিণের (South Bengal Weather) মতো আজ উত্তরের চারটি জেলাতেও হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই। অনেকটা শরতের মতো আবহাওয়ার আভাস পাওয়া যাচ্ছে। তাই বলে বৃষ্টি কিন্তু বিদায় নেয় নি। অনেক বৃষ্টি এখনও বাকি আছে।
উত্তরেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে। আজ জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং কোচবিহারে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ওই চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা (North Bengal Weather) রয়েছে। এছাড়া কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।