বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বেলা যত বাড়ছে ততই বাড়ছে উত্তেজনা। সকাল থেকেই গন্ডগোলের খবর আসছিল বিভিন্ন জায়গায় থেকে। রায়গঞ্জে বনধ ঘিরে ধুন্ধুমার। পুলিশকে শাড়ি পরানো হবে, এই দাবি তুলে পথে শাড়ি নিয়েই বিক্ষোভ বিজেপির কর্মী-সমর্থকদের।

বেলা সাড়ে আটটা নাগাদ কৃষ্ণনগরেও রেললাইনে নেমে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের। বন্ধ রেল চলাচল। রেল পুলিশ বিজেপি কর্মীদের সারানোর চেষ্টা করছে।

ওদিকে শ্যামবাজার মেট্রো স্টেশন অবরোধ করতে আসে বিজেপি কর্মী-সমর্থকরা। তৎক্ষণাৎ কর্মী সমর্থকদের গ্রেফতার করে পুলিশ। এই বনধকে কেন্দ্র করেই গুলি চালানোর অভিযোগ উঠেছে শ্যামনগরে। বিজেপি নেতা অর্জুন সিং অভিযোগ করেছেন, তৃণমূলের গুন্ডারা বিজেপি কর্মীদের উদ্দেশ্যে গুলি চালিয়েছে। যদিও হতাতের কোনো খবর নেই। অর্জুন সিং বলেন, এরা হল তৃণমূলের গুন্ডা। এসিপির অফিসের পাশে এরা জুয়া খেলে। হেরোইন বিক্রি করে। টিটুয়া আর সোনুয়া গুলি চালিয়েছে। এরা সকলে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে থাকে। পুলিশকে ঘিরে বিক্ষোভ। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বিক্ষিপ্ত গন্ডগোল চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *