বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: হঠাৎ করেই গজিয়ে ওঠা ‘পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ’ নামে যারা ২৭ তারিখ আর জি কর কাণ্ডের প্রতিবাদের নবান্ন অভিযানের ডাক দিয়েছে, তাদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোনো সম্পর্ক নেই, তা স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা।

আরজি করের ভয়ঙ্কর ঘটনার প্রতিবাদে সোমবার মেডিক্যাল কলেজে গণ কনভেনশনের আয়োজন করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের ডাকে কনভেনশনে যোগ দিয়েছিলেন টেলি ও টলি জগতের বহু শিল্পী, অভিনেতা, বিশিষ্টরা। ছিলেন মীরাতুন নাহার, সোহিনী সরকার, জিতু কামাল, দেবলীনা দত্তরা। এই গণ কনভেনশন শেষে আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়ে দেন, কর্মবিরতির সিদ্ধান্তে অনড় তাঁরা। প্রতিবাদে বুধবার ২৮ অগস্ট মিছিলেরও ডাক দিয়েছেন। তবে মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ডাকা নবান্ন অভিযানে যে তাঁরা একেবারেই থাকছেন না, তাও স্পষ্ট করে দিলেন ডব্লুবিজেডিএফ-এর আন্দোলনকারীরা। তারা স্পষ্ট করে বলেন তারা এই জাতীয় নবান্ন অভিযানের সঙ্গে নেই। তাদের নিজস্ব প্রতিবাদের জায়গায় আছে।

সোমবার রাতে তারা জানান,তাঁদের কর্মবিরতি চলবে। একইসঙ্গে ঘোষণা করেন নবান্ন অভিযান চিকিৎসকদের কোনও কর্মসূচি নয়। চিকিৎসকরা এতে অংশ নিচ্ছে না। বদলে বুধবার মিছিল করবেন। সকাল ১১ টায় শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত চিকিৎসকদের মিছিল রয়েছে। এই মিছিলে প্রথমবারের মতো চিকিৎসকদের তরফে আর্জি রাখা হয়েছে সমাজের সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করুক। বামপন্থী কোনো ছাত্র বা যুব সংগঠন এই আন্দোলনে নেই তা স্পষ্ট করে দিয়েছেন DYFI নেত্রী মীনাক্ষী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *