বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আর জি কর কাণ্ডে ক্ষোভে ফেটে পড়েছেন টলি পাড়ার যে মানুষেরা তাদের মধ্যে অন্যতম হলেন নায়িকা সোহিনী। ‘রাত দখল’ থেকে মিছিলে ন্যায় বিচার চেয়ে প্রতিবাদের সুর চড়িয়েছেন নায়িকা।
যত দিন এগোচ্ছে প্রতিবাদ আরও জোড়াল হচ্ছে। দিনে দিনে যে আরও বিরক্ত হয়ে উঠছেন নায়িকা তা বোঝা গেল সোমবার তাঁর কথায়। এ দিন কলকাতা মেডিক্যাল কলেজ গণকনভেনশনে নায়িকা আরও কড়া ভাষায় প্রতিবাদ করলেন। স্পষ্ট ভাষায় জানালেন, এ দেশে থেকে তিনি নিজের সন্তান জন্ম দিতে চান না। তার ক্ষোভ প্রকাশ পেয়েছে তার শরীরী ভাষায়। তিনি যে প্রবল ক্ষুব্ধ তা সহজেই বোঝা যায়।
সদ্য তাদের বিয়ে হয়েছে। এই মুহূর্তে সোহিনী সন্তান ধারণ করতে ভয় পাচ্ছেন। তিনি বলেন,
“আমার সদ্য বিয়ে হয়েছে। কয়েক দিন আগে আমার স্বামীকে(শোভন গঙ্গোপাধ্যায়) বলেছি এ রকম দেশে আমি সন্তান আনতে চাই না। চারিদিকে দুর্নীতি ভরে গিয়েছে। এই দেশে দুর্নীতি যতক্ষণ আছে আমি আমার সন্তানকে রেখে দিয়ে যেতে পারব না।” সোহিনী কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন। এখনও পর্যন্ত তাঁকে কোনও রাজনৈতিক ব়্যালিতেও দেখা যায়নি। কিন্তু তার পরেও রাজনীতির রঙের সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে অভিনেত্রীর নাম। সোহিনী অবশ্য তার তীব্র প্রতিবাদ করে বলেছেন, তিনি কোনো রাজনীতির মানুষ নয়, তিনি একজন সাধারণ মানুষ।