বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রথম কথা নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ এই নামে। কারা এই ছাত্র সমাজ? কোথা থেকে তাদের উদ্ভিব? কে কে তাদের নেতা? এমন বহু প্রশ্ন তুলেছেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জী।
তার পরেই তিনি বলেন, সমাজ মাধ্যমে অনেক বিজেপির সমর্থক এই আন্দোলনের সঙ্গে আমার (মীনাক্ষী) নাম জুড়ে দিয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, এই আন্দোলনের সঙ্গে বামপন্থীদের কোনো সম্পর্ক নেই। আসলে কারা এই ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’? ২৩ অগস্ট তিন যুবক প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে নিজেদের ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর আহ্বায়ক হিসাবে দাবি করেন। এসবের মধ্যেই এবার সরব ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, বিজেপির সঙ্গে তারা কখনোই কোনো আন্দোলন কর্মসূচিতে নেই।
মীনাক্ষী তার ফেসবুকে স্পষ্ট করে লেখেন, “মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম একটা নবান্ন অভিযান আছে। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, বর্তমানে বিরোধী দলের নেতা, যিনি কি না বিজেপিরও নেতা। তিনি এই কর্মসূচিকে সমর্থন করেছেন। এই কর্মসূচির উদ্যোক্তারা এই কর্মসূচির সঙ্গে আমার নাম যুক্ত করে প্রচার করেছেন। এটা অনৈতিক কাজ। জনমানসে বিভ্রান্তি তৈরির জন্য এই কাজ করেছেন। এই অনৈতিক কাজকে আমরা ডিওয়াইএফআইয়ের তরফে ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি।” মীনাক্ষীর বক্তব্য, আরজি করের পক্ষ থেকে এসএফআই, ডিওয়াইএফআই রাস্তায় আছে। শুধু তাঁরাই নন, মীনাক্ষী বলেন, গোটা রাজ্যের মানুষ, দেশ, বিদেশের মানুষ পথে নেমেছেন বিচারের দাবিতে। তিনি বলেন, সেই লড়াইকেই বিপথগামী করার জন্যই বিজেপি ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে একটি সংগঠন তৈরী করেছে। এই বিষয়ে সাধারণ মানুষকে তিনি সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, “আমি, আমাদের সংগঠনের কেউ, ডিওয়াইএফআই, এসএফআই বা কোনও বামপন্থী সংগঠনের এই কর্মসূচির সঙ্গে কোনও যোগাযোগ নেই। আরএসএস, ভিএইচপির ছাত্র সমাজের পাতা ফাঁদে পা দেবেন না।”