বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এমনিতেই আজকের নবান্ন অভিযান নিয়ে আছে বেশ টান টান উত্তেজনা। তার মধ্যে আন্দোলনকারীদের ৪ নেতাকে পুলিশ গতকাল রাতেই গ্রেফতার করে। সেই খবর ছড়িয়ে পড়তে উত্তেজনা আরো বাড়ে।

সাঁতরাগাছিতে ব্যারিকেড ভেঙে এগোতেই আন্দোলনকারীদের দিকে জলকামান নিক্ষেপ পুলিশের। ছত্রভঙ্গ হয়ে মিছিলের মানুষেরা ছোটাছুটি শুরু করে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর নবান্ন অভিযানকে সমর্থন জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিধানসভা থেকে হাওড়া যাবেন তিনি। রাস্তায় থাকার কথাও জানান তিনি।

এদিকে জলকামনা ব্যবহারের পরে সাময়িকভাবে মিছিল ছত্রভঙ্গ হলেও পরে আবার তারা শুরু করে শ্লোগান। ফলে নবান্ন অভিযানকে কেন্দ্র করে তপ্ত সাঁতরাগাছি। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা। এরপরেই লাঠিচার্জ করে পুলিশ। কিছু আন্দোলনকারীকে ব্যারিকেড তুলে অন্যত্র নিয়ে যেতে দেখা যায়। পুলিশের বাধা পেয়ে সাঁতরাগাছিতে ধর্নায় আন্দোলনকারীরা। কলকাতা এবং হাওড়া মিলিয়ে প্রায় ২১ হাজার পুলিশকর্মী এ দিন রাস্তায় থাকছে বলে সূত্রের খবর। নবান্ন যাওয়ার একাধিক পথগুলি ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। থাকছে জলকামান এবং ড্রোন। যাতে ব্যারিকেড টপকে কেউ এগিয়ে যেতে না পারে সেই জন্য অধিকাংশ জায়গায় ব্যারিকেজে গ্রিজ় লাগানো হয়েছে। প্রায় ১০ ফুট করা হয়েছে গার্ড রেলগুলির উচ্চতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *