বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:নবান্ন অভিযান যে উত্তেজনাপূর্ণ হবে তা আগেই বোঝা গিয়েছিল। পুলিশ সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল। শুরু হয়েছে ব্যাপক গন্ডগোল। হাওড়া ব্রিজে ব্যারিকেড ভাঙতেই রণক্ষেত্র পরিস্থিতি।
জনতাকে ছত্রভঙ্গ করতে জলকামান ছুড়ছে পুলিশ। পুলিশি বাধাতেও এগিয়ে যাওয়ার চেষ্টা আন্দোলনকারীদের। সাঁতরাগাছিতে তৈরী হয় ব্যাপক উত্তেজনা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা। ব্যারিকেড টপকানোর চেষ্টা। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হল প্ল্যাকার্ড, লাঠি। পুলিশ জল কামনা ব্যবহার করে।
অন্যদিকে হাওড়া ব্রিজে ব্যারিকেড ভাঙতেই রণক্ষেত্র পরিস্থিতি। জনতাকে ছত্রভঙ্গ করতে জলকামান ছুড়ছে পুলিশ। পুলিশি বাধাতেও এগিয়ে যাওয়ার চেষ্টা আন্দোলনকারীদের। রণক্ষেত্র হাওড়া। দফায় দফায় জলকামান ছুড়ছে পুলিশ। জল কামান বন্ধ হতেই ফের জমায়েত করছেন আন্দোলনকারীরা। ভিড়ের মধ্যে থেকে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট। ইটের আঘাতে এক পুলিশ কর্মীর মাথা ফেটে যায় বলে খবর। পাল্টা লাঠিচার্জ পুলিশের। ফাটানো হচ্ছে কাদানে গ্যাসের সেল। দেখা গেল কয়েকজন আন্দোলনকারী নবান্নের নর্থ গেটের কাছাকাছি চলে আসে। জানা যাচ্ছে, তাঁরা নবান্ন চত্বরেই থাকেন। আন্দোলনকারীরা জাতীয় পতাকা হাতে চিৎকার করতে শুরু করেন। বলতে থাকেন ‘দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ’। খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে স্লোগান দেন তাঁরা। এরপর পুলিশ এসে তাঁদের সকলকে সেখান থেকে সরিয়ে দেয়। তৈরী হয় ব্যাপক উত্তেজনা। পুলিশ বেশ কয়েক জনকে আটক করেছে।