বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথম থেকেই মঙ্গলবারের নবান্ন অভিযান নিয়ে সরব ছিলেন। দুপুর গড়াতেই চারিদিকে দেখা যায় প্রবল উত্তেজনা।

আহত হন একাধিক পুলিশ কর্মী। পুলিশ কাঁদানে গ্যাস, জল কামান, লাঠি চার্জ করেও নিয়ন্ত্রনে আনতে পারছেনা আন্দোলনকারীদের। এর মধ্যেই হুমকি দিলেন শুভেন্দু অধিকারী। আরজি কর মেডিক্যালে নির্যাতিতার সুবিচারের দাবিতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান কর্মসূচির ওপর পুলিশি নিপীড়নের অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর কন্ঠ ছিল প্রবল আক্রমনত্মক। মঙ্গলবার দুপুরে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দুবাবু বললেন, অত্যাচার বন্ধ না করলে রাজ্য স্তব্ধ করে দেব। এদিন কর্মসূচি চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু বলেন, পুলিশ শান্তিপূর্ণ আন্দোলনকারীদের রুখতে কন্টেনার দিয়ে ব্যারিকেড বানিয়েছে, এসবের কী প্রয়োজন? সাঁতরাগাছিতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ছে। অহিংস আন্দোলনকারীদের ওপরে অত্যাচার বন্ধ না হলে রাজ্য স্তব্ধ করে দেব। এদিকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে আগামী ৪ সেপ্টেম্বর রাজ্যের সমস্ত জায়গায় বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত পথ অবরোধের ডাক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *